Hooghly

বিবাদে জড়িয়ে মেজাজ হারালেন চুঁচুড়ার পুরপ্রধান, তেড়ে যাওয়ায় বিতর্ক

স্থানীয় সূত্রে খবর, জলাশয়ের সীমানায় পাঁচিল গাঁথার কাজ নিয়ে বাদানুবাদ শুরু হয় দুই শরিকের মধ্যে। সেই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে কাজ বন্ধ রাখার পরামর্শ দেন চেয়ারম্যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ২৩:২২
Share:

নিজস্ব চিত্র।

জলাশয় ভরাট নিয়ে বিবাদের মধ্যে জড়িয়ে পড়ে মারমুখী হয়ে উঠলেন পুরসভার চেয়ারম্যান। বাদানুবাদের সময় তেড়ে যেতে দেখা গেল তাঁকে। হুগলির চুঁচুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পিয়ারাবাগান এলাকায় ওই গন্ডগোলের ঘটনায় বিতর্কে জড়ালেন পুরসভার চেয়ারম্যান অমিত রায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, জলাশয়ের সীমানায় পাঁচিল গাঁথার কাজ নিয়ে বাদানুবাদ শুরু হয় দুই শরিকের মধ্যে। সেই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে কাজ বন্ধ রাখার পরামর্শ দেন চেয়ারম্যান। এর পরে উত্তেজনা ছড়াতেই অমিতকে তেড়ে যেতে দেখা যায়। অমিত যদিও বলেন, ‘‘ওঁদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। আমায় ধাক্কা দিতে এসেছিল। আমার নিরাপত্তারক্ষী সেটা সামাল দেয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement