আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে শ্রীরামপুরের এনএস এভিনিউ। ছবি: কেদারনাথ ঘোষ।
বছরের শেষ পর্বে শীতের আমেজে নানা উৎসবে সাজছে হুগলির শ্রীরামপুর শহর। পুরসভার উদ্যোগে শ্রীরামপুর হেরিটেজ ও পর্যটন উৎসব আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে। পুর কর্তৃপক্ষ জানান, আজ বিকেলে ‘ভার্চুয়ালি’ উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই উপলক্ষে শহরের সেন্ট ওলাভ গির্জায় অনুষ্ঠান হবে।
উৎসব উপলক্ষে এনএস অ্যাভিনিউ, সেন্ট ওলাভ গির্জার সামনে-সহ নানা জায়গা আলোয় সাজানো হয়েছে। ২ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। প্রতিদিন থাকবে সঙ্গীত-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা।
বর্ষশেষের উৎসবে শামিল মাহেশের বিখ্যাত জগন্নাথ মন্দিরও। আগামী শনিবার থেকে বড়দিন পর্যন্ত মন্দির লাগোয়া স্নানপিড়ি ময়দানে বসছে খাদ্যমেলা। মন্দিরের সম্পাদক পিয়ালকৃষ্ণ অধিকারী জানান, গ্রামবাংলার হারাতে বসা নানা খাদ্য সম্ভারের সুলুকসন্ধান মিলবে। পাওয়া যাবে ঢেঁকিতে ভাঙানো চালের পিঠেপুলি। সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা থেকে বিরিয়ানি বা আইসক্রিম— সবই মিলবে। পাওয়া যাবে দিঘা-বকখালির সমুদ্রের মাছ।
কেন খাদ্যমেলা?
পিয়ালের বক্তব্য, মন্দির পরিচালনার জন্য অর্থের সংস্থান করতেই একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই আয়োজন। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সঙ্গীতানুষ্ঠান। সাজানো হচ্ছে মন্দির। জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে সোনার বেশ পরানো হবে।
প্রধান সেবাইত সৌমেন অধিকারী জানান, রবিবার ‘বিশ্বশান্তি যজ্ঞ’ হবে। বিভিন্ন জায়গা থেকে সাধুসন্তেরা আসবেন। মন্দির কর্তৃপক্ষ জানান, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশে অশান্ত পরিস্থিতি নিরসনে যজ্ঞের মাধ্যমে শান্তি কামনা করা হবে। মন্দিরের সভাপতি অসীম পণ্ডিত জানান, যজ্ঞের দিন ভক্তদের প্রসাদ বিলি করা হবে।