Illegal Parking

বেআইনি পার্কিং-ফি আদায়ের প্রতিবাদে অশান্ত শালিমার

শালিমার স্টেশন চত্বরে জোর করে পার্কিং-ফি আদায় নিয়ে গোলমাল দীর্ঘ দিনের। এর আগে দফায় দফায় দু’টি গোষ্ঠীর মধ্যে গোলমাল হয়েছে। বাড়ি, গাড়ি ভাঙচুর, বোমাবাজি, মারধর কিছুই বাদ যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ০৭:৪৪
Share:

— প্রতীকী চিত্র।

বেআইনি ভাবে পার্কিং-ফি আদায় নিয়ে ফের অশান্ত হল দক্ষিণ-পূর্ব রেলের শালিমার স্টেশন চত্বর। অভিযোগ, এ বার টোটোচালকদের কাছ থেকে জোর করে পার্কিং-ফি নেওয়া হচ্ছিল। এক দল স্থানীয় দুষ্কৃতীর দাবি মতো পার্কিং-ফি না দিলে টোটোচালকদের মারধর, ভীতি প্রদর্শন করা হচ্ছিল বলেও অভিযোগ। এরই প্রতিবাদে শনিবার শালিমার স্টেশন সংলগ্ন ধীরেন মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন টোটোচালকেরা।

Advertisement

শালিমার স্টেশন চত্বরে জোর করে পার্কিং-ফি আদায় নিয়ে গোলমাল দীর্ঘ দিনের। এর আগে দফায় দফায় দু’টি গোষ্ঠীর মধ্যে গোলমাল হয়েছে। বাড়ি, গাড়ি ভাঙচুর, বোমাবাজি, মারধর কিছুই বাদ যায়নি। টোটোর পার্কিং নিয়ে গত জুনে রণক্ষেত্রের চেহারা নেয় শালিমার। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গত বছরের শেষে স্টেশনে যাত্রী নামাতে আসা প্রত্যেকটি গাড়ি থেকে জোর করে পার্কিং-ফি আদায় নিয়ে গোলমাল হয়। কয়েক মাস শান্ত থাকার পরে শনিবার ফের অশান্ত হয়ে ওঠে শালিমার।

এ দিন সন্দীপকুমার দাস নামে এক টোটোচালক বলেন, ‘‘শালিমার স্টেশনে যে সমস্ত টোটোচালক ট্রেনযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য পার্কিং করেন, তাঁদের থেকে প্রতি মাসে বেআইনি ভাবে ২৫০০ টাকা করে নেওয়া হচ্ছিল। টাকা না দিলে বেধড়ক মারধর করা হয়। এলাকার দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত থাকায় আমরা কিছু করতে পারিনি। শেষে পথ অবরোধ করে এ দিন বিক্ষোভ দেখানো হয়।’’

Advertisement

টোটোচালকদের বক্তব্য, শালিমার স্টেশনে তাঁদের কাছ থেকে পার্কিং-ফি নেওয়ার জন্য ইতিপূর্বেই একটি সংস্থাকে বরাত দিয়েছে রেল। আজ, রবিবার, ২৬ জানুয়ারি থেকে সেই ফি নেওয়ার কথা। কিন্তু যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছে, তারা অনেক আগে থেকেই টোটোচালকদের থেকে প্রথা ভেঙে ফি নিতে শুরু করেছে। প্রতি ঘণ্টায় পার্কিংয়ের জন্য কত টাকা নেওয়া হবে, তা রেলের বরাত পাওয়া সংস্থার তরফে শালিমার স্টেশন চত্বরে বোর্ডে লিখে টাঙিয়ে দেওয়া হয়েছে। কিন্তু টোটোচালকদের অভিযোগ, তা সত্ত্বেও সেই নিয়ম না মেনে আগে থেকেই চালকদের থেকে জোর করে বেশি টাকা পার্কিং-ফি নিচ্ছে ওই সংস্থা।

বিক্ষোভকারীরা জানান, এরই প্রতিবাদে এ দিন তাঁরা রাস্তা অবরোধ করেন ও বিক্ষোভ দেখান। পরে বটানিক্যাল গার্ডেন থানার পুলিশ গিয়ে টোটোচালকদের সঙ্গে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement