বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ। নিজস্ব চিত্র।
বাগনানে গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা কুতুবউদ্দিন মল্লিক ও দেবাশিস রানাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে গ্রামীণ হাওড়ার বিজেপির মহিলা মোর্চা উলুবেড়িয়ার মহকুমাশাসকের (এসডিও) কার্যালয়ের সামনে আইন অমান্য করল। শতাধিক বিজেপি কর্মী কর্মসূচিতে যোগ দেন। পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করে।
ওই মহিলা মোর্চার সভাপতি মামণি মালিকের অভিযোগ, ‘‘পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। মূল অভিযুক্তদের গ্রেফতার করছে না। তাদের আড়াল করার চেষ্টা করছে। নির্যাতিতার পরিবারের লোকজনকে ভয় দেখানো হচ্ছে।’’ পুলিশ অভিযোগ মানেনি। পুলিশের দাবি, সব অভিযুক্তকেই গ্রেফতার করা হবে।
শনিবার গভীর রাতে বাগনানের এক বিজেপি কর্মীর অসুস্থ স্ত্রীকে ঘর থেকে ডেকে পাঁচ তৃণমূল নেতা-কর্মী ধর্ষণ করে বলে অভিযোগ। এ পর্যন্ত যে চার জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে শুধু জয়নাল মল্লিকের নাম এফআইআরে রয়েছে।