BJP Road Block

বিজেপি কার্যালয়ে আগুন, রাস্তা অবরোধ

ভোররাতে ওই অগ্নিকাণ্ডের পর স্থানীয় বাসিন্দারাই পরিস্থিতি সামাল দেন। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাঁপসারা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৫
Share:

শ্রীরামপুর থানার অধীন চাঁপসারায় রবিবার ভোররাতে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন, এর প্রতিবাদে এইদিন সকালে বৈদ্যবাটী-তারকেশ্বর অবরোধ করল বিজেপি কর্মী-সমর্থকরা।

রবিবার ভোররাতে আগুনে পুড়ে গিয়েছিল বিজেপির কার্যালয়। শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের পিয়ারাপুরের চাঁপসারার সেই ঘটনার প্রতিবাদে রবিবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় আধ ঘণ্টা বৈদ্যবাটী-তারকেশ্বর রোড অবরোধ করলেন বিজেপির কর্মী-সমর্থকরা। যানজটে নাকাল হন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। ভোররাতে ওই অগ্নিকাণ্ডের পর স্থানীয় বাসিন্দারাই পরিস্থিতি সামাল দেন। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদকের অভিযোগ, ‘‘পুলিশে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ-প্রশাসন যদি এ বিষয়ে কোনও ব্যবস্থা না নেয়, তা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।’’

তৃণমূলের পিয়ারাপুর অঞ্চল সভাপতি তথা ব্লক পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ বিকাশ দাস বলেন, ‘‘ তৃণমূল এতে যুক্ত নয়। এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement