লকেট চট্টোপাধ্যায় ফাইল চিত্র
বাংলার কয়েকটি জেলায় শাসকদলের কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন বিজেপি-র কর্মীরা। এমনই অভিযোগ গেরুয়া শিবিরের। হুগলি জেলাতেও বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এই অভিযোগ করেছেন হুগলি লোকসভার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। হিংসার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন লকেট। দিন তিনেক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানান তিনি। রবিবার থেকেই নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের তিনি আসতে বারণ করে দেন। তিনি ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তা পেতেন। তাঁকে নিরাপত্তার দায়িত্বে ছিল সিআইএসএফ।
স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে লকেট লেখেন, ‘‘বাংলায় হিংসা চলছে। মহিলারা এখানে সুরক্ষিত নন। এই পরিস্থিতিতে জন প্রতিনিধি হয়েও আমি সুরক্ষা দিতে পারছি না জনগণকে। তাই আমি চাইছি, আমার নিরাপত্তা তুলে নেওয়া হোক।’’
হুগলিতে শাসকদলের কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন তাঁর দলের কর্মীরা। এই অভিযোগ জানিয়ে এর আগে চন্দননগর, চুঁচুড়া, ধনেখালি-সহ কয়েকটি থানায় যান লকেট। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করে দলীয় কর্মীদের উপরে হামলার ঘটনা নিয়ে অভিযোগ জানান।