শান্তনু ঠাকুর। —ফাইল চিত্র।
সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন এ রাজ্যে শীঘ্রই কার্যকর হবে বলে ফের দাবি করলেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রবিবার হুগলির জনাই স্টেশন সংলগ্ন এলাকায় দলের ‘বিকশিত ভারত সঙ্কল্প সভা’য় এসে তিনি বলেন, ‘‘আমি কথা দিচ্ছি, লোকসভা ভোটের আগে অনলাইনে সিএএ কার্যকর হবে। কোনও রাজ্য সরকারের দরকার নেই।’’
কেন্দ্রীয় মন্ত্রীর সংযোজন, ‘‘অনলাইনে সকলে আবেদন করতে পারবেন। যারা ১৯৭১ সালের পরে এসেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। জাতিতে হিন্দু, শিখ, মতুয়া, খ্রিস্টান, সকলেই। ব্যতিক্রম একটা জাতি। ২৭ শতাংশ ভাগ করে নিয়ে গিয়েছ। আবার ২৭ শতাংশ নিয়ে যেতে দেব না।’’
রাজনৈতিক মহলের অভিমত, ব্যতিক্রম বলতে কেন্দ্রীয় মন্ত্রী মুসলমান সম্প্রদায়কে বোঝাতে চেয়েছেন। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, ‘‘শান্তনুবাবু দিনের পর দিন মতুয়াদের সিএএ নিয়ে ভাঁওতা দিয়ে চলেছেন। ওঁর কথা আর কেউ বিশ্বাস করেন না।’’