BJP

BJP Leader arrested: ২ বছর পুরনো মামলায় শ্রীরামপুরে গ্রেফতার জেলা বিজেপির প্রাক্তন সভাপতি, জেল হেফাজতের নির্দেশ

২০২০-তে হুগলির জাঙ্গিপাড়ায় একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে নাম জড়ায় শ্যামল-সহ ২২ জন বিজেপি নেতা কর্মীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১৮:৪৬
Share:

নিজস্ব চিত্র।

দু’বছর আগের একটি রাজনৈতিক সংঘর্ষের মামলায় অভিযুক্ত বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি শ্যামল বসুকে গ্রেফতার করল পুলিশ। আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

২০২০-তে হুগলির জাঙ্গিপাড়ায় একটি সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত শ্যামল। ওই রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় শ্যামল ছাড়াও আরও ২২ বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলাতে বিজেপি নেতা-কর্মীরা হাই কোর্টে জামিনের আবেদন করেন। সম্প্রতি সেই আবেদন খারিজ করে দেয় আদালত। তার পরেই তৎপর হয় পুলিশ। গ্রেফতার করা হয় শ্যামলকে। মঙ্গলবার তাঁকে শ্রীরামপুর আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement