Hoogly

বিতর্কিত ‘গোলি মারো’ স্লোগান-কাণ্ডে জামিন পেলেন বিজেপি নেতা-সহ ৩ জন

সুরেশদের আইনজীবীর দাবি ছিল অভিযুক্তদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। চন্দননগর আদালতের এসিজেএম নন্দদুলাল কালাপাহাড় বুধবার ৫ হাজার টাকার বন্ডে অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দননগর শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ২২:৫১
Share:

জামিন পাওয়া ২ বিজেপি নেতা কর্মী। নিজস্ব চিত্র।

‘গোলি মারো’-কাণ্ডে গ্রেফতার হওয়া বিজেপি-র হুগলি সাংগঠনিক জেলার যুব মোর্চা সভাপতি সুরেশ সাউয়ের জামিন মঞ্জুর হল। তাঁর সঙ্গে গ্রেফতার হওয়া বাকি ২ সঙ্গীরও জামিন মঞ্জুর করে চন্দননগর আদালত।

Advertisement

সুরেশদের আইনজীবীর দাবি ছিল অভিযুক্তদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। চন্দননগর আদালতের এসিজেএম নন্দদুলাল কালাপাহাড় বুধবার ৫ হাজার টাকার বন্ডে অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন।

গত ২০ জানুয়ারি চন্দননগরে শুভেন্দু অধিকারীর রোড শোয়ে বিতর্কিত ‘গোলি মারো’ স্লোগান ওঠে। সুরেশ সাউ ও তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মীদের বিরুদ্ধে এই স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশ স্বতঃপ্রণদিত হয়ে মামলা দায়ের করে। ২১ জানুয়ারি ভোরে চন্দননগর থানার পুলিশ সুরেশ সাউ, রবীন ঘোষ এবং প্রভাত গুপ্তকে গ্রেফতার করে। বুধবার তাদের জামিন মঞ্জুর হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement