—প্রতীকী চিত্র।
ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিজেপির মণ্ডল সভাপতিকে অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হুগলির বলাগড়ের ঘটনা। আক্রান্ত ওই বিজেপি নেতার নাম সুজয় বিশ্বাস।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বলাগড়ের চরকৃষ্ণবাটিতে ১৫ নম্বর বুথে ভোট মেটার পর বাড়ি ফিরছিলেন বলাগড়-২ ব্লকের মণ্ডল সভাপতি সুজয়। রাস্তায় তাঁকে আচমকা পিছন থেকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে জিরাট আহম্মদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওই বিজেপি নেতার মাথার অনেকটা অংশ কেটে গিয়েছে। শরীরের একাধিক অংশে আঘাত পেয়েছেন তিনি। মারাত্মক ভাবে জখম হওয়া ওই বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে তাঁকে দেখতে যান বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার এবং বলাগড় ব্লক বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি তুষার। তাঁর অভিযোগ, রাজ্য জুড়ে ভোট লুট করেছে শাসকদল। জায়গায় জায়গায় বিরোধীদের উপর আক্রমণ করা হচ্ছে। বলাগড়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি।
অন্য দিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তৃণমূলের বলাগড় ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘‘ভোটের সময় কিছু হয়নি। এটা পারিবারিক বা গ্রাম্য বিবাদ থেকে হয়ে থাকতে পারে। যদি কারও বিরুদ্ধে অভিযোগ থাকে, পুলিশ তার তদন্ত করবে।’’