—প্রতীকী চিত্র।
জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়া থানার আটপুর পঞ্চায়েতের রাজহাটি গ্রামে। যদিও এই হামলার অভিযোগ নস্যাৎ করেছে তৃণমূল। তারা জানিয়েছে এমন কোনও কাজ তারা করেনি। অন্য দিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির ৭ নম্বর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রাজকুমার মালিক। তাঁর অভিযোগ, শনিবার রাতে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি বুঝতে পারেন দুই ব্যক্তি তাঁর পিছু নিয়েছেন। তিনি ফিরে তাকাতেই তাঁকে উদ্দেশ্য করে গালাগালি করেন ওই দু’জন। তাঁর কথায়, ‘‘আমাকে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মোটর বাইকে পালিয়ে যায় দু’জন। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি গিয়ে পড়ে রাস্তায়। পরে দেখতে পাই একটি বোমা পড়ে আছে।’’ এর পর বিজেপি কর্মী এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। খবর দেওয়া হয় জাঙ্গিপাড়া থানায়। আটপুর পঞ্চায়েতের রাজহাটি গ্রাম থেকে ওই দুটি বোমার বস্তু জিনিস উদ্ধার করে জাঙ্গিপাড়া থানার পুলিশ। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী রাজকুমার।
রাজকুমারের দাবি, তিনি বিজেপি প্রার্থী বলেই তাঁর উপর আক্রমণ করা হয়েছে। এ নিয়ে বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, ‘‘তৃণমুল ভয় পেয়ে সন্ত্রাস করে মানুষের মধ্যে ভীতি তৈরির চেষ্টা করছে। এই ভাবে শাসকদল পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে চাইছে। এখন পুলিশ বলছে, ওটা বোমা নয়। সুতলি দড়ি! ওরা যে শাসকদলের দাস, সেটা আবার প্রমাণ হল।’’
যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুইন। তিনি বলেন, ‘‘বিজেপি মিথ্যে অভিযোগ করছে। যা উদ্ধার হয়েছে, তা বোমা নয়। সুতলি দড়ি।’’ তাঁর সংযোজন, জাঙ্গিপাড়ায় বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই মিথ্যে অভিযোগ করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে।’’ অন্য দিকে, পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারা।