BJP

BJP: হাওড়ায় অস্বস্তিতে বিজেপি, ইস্তফা দিলেন সুরজিৎ-ঘনিষ্ঠ বিমল প্রসাদ

একে বিজেপি-র অন্তর্কলহের ফল বলে দাবি করেছে তৃণমূল। যদিও বিমলের পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ২২:৩৬
Share:

বিজেপি নেতা বিমল প্রসাদ। নিজস্ব চিত্র।

হাওড়ায় ফের অস্বস্তিতে বিজেপি। এ বার দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বহিষ্কৃত সুরজিৎ সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত হাওড়া সদরের বিজেপি নেতা বিমল প্রসাদ। বিজেপি-র হাওড়া জেলা সদরের সম্পাদক বিমল দলের নির্বাচনী আইটি সেল এবং নেটমাধ্যমেরও দায়িত্বে ছিলেন।

Advertisement

প্রসঙ্গত, গত সপ্তাহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন হাওড়া জেলা সদরের প্রাক্তন সভাপতি সুরজিৎ। এ বার সুরজিতের সমর্থনে মুখ খুলে একটি ভিডিয়োবার্তায় নিজের ইস্তফার কথা জানিয়ে গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেললেন বিমল। একে বিজেপি-র অন্তর্কলহের ফল বলে দাবি করেছে তৃণমূল। যদিও বিমলের পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব।

মঙ্গলবার তিনি ইস্তফা দিয়েছেন বলে একটি ভিডিয়ো প্রকাশ করেন বিমল। ওই ভিডিওবার্তার মাধ্যমে তিনি বলেন, ‘‘সুরজিৎ সাহাকে সমর্থন করছি। প্রাক্তন সভাপতি যা বলেছেন, তা ঠিকই।’’ সুরজিতের প্রতিবাদকে সমর্থন জানিয়ে বিমলের দাবি, ‘‘বেশ কিছুদিন ধরে দলের মধ্যে যে চাপানউতর চলছে, তা মেনে নিতে পারছি না। সে কারণেই ইস্তফা দিচ্ছি।’’

Advertisement

যদিও বিমলের ইস্তফাকে গুরুত্ব দিতে নারাজ হাওড়া সদরের নবনিযুক্ত আহ্বায়ক মণিমোহন ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘কেউ চাইলে ইস্তফা দিতে পারেন। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে লিখিত ভাবে কোনও ইস্তফাপত্র দেননি বিমল প্রসাদ।’’ গোটা ঘটনায় বিজেপি-র অন্তর্দ্বন্দ্বের জের বলে দাবি হাওড়া সদরের তৃণমূলের চেয়ারম্যান লগন দেও সিংহ। তাঁর কথায়, ‘‘বিজেপি-র অন্তর্কলহ ক্রমশ প্রকাশ্যে আসছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement