বেলুড় মঠ। — ফাইল চিত্র
আগামী ২৪ জুলাই গুরু পূর্ণিমায় খোলা থাকবে বেলুড় মঠ। তবে কোভিড বিধি জারি থাকায় শুধুমাত্র মূল মন্দিরে প্রবেশ এবং প্রণাম করতে পারবেন দর্শনার্থীরা। বুধবার একটি ভিডিয়ো বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ।
স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ জানান, গুরু পূর্ণিমার দিন, সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত মঠ খোলা থাকবে। আবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে মঠ। ওই সময়ে ভক্ত এবং দর্শনার্থীরা মঠের মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারলেও, সন্ন্যাসী মহারাজদের সঙ্গে সাক্ষাৎকার বন্ধ থাকবে। তবে মঠের মহারাজরা ভিডিও বার্তার মাধ্যমে ভক্ত এবং দর্শনার্থীদের আশার্বাদ করবেন।
গুরু পূর্ণিমার দিন মঠে বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ, ভজন, শ্রীশ্রী মা এবং অন্যান্য স্বামীজীদের বক্তব্য পাঠ এমন নানা অনুষ্ঠান ভার্চুয়ালি শোনার ব্যবস্থা থাহবে। গত ২২ এপ্রিল থেকে সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল বেলুড় মঠ।