Covid 19

Covid 19: অন্তত ৪০ জন কোভিডে আক্রান্ত হাওড়া সিটি পুলিশে, সঙ্কটে জেলা স্বাস্থ্য দফতর ও পুরসভাও

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ১১২ জন স্বাস্থ্য দফতরের কর্মী আক্রান্ত হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ২২:২৩
Share:

ছবি সংগৃহীত।

করোনার কোপে হাওড়া সিটি পুলিশ। অফিসার ও কনস্টেবল মিলিয়ে অন্তত ৪০ কোভিডে আক্রান্ত হয়েছে। হাওড়া পুলিশ সূত্রে খবর, দশ জন সাব ইন্সপেক্টর ও প্রায় তিরিশ জন এএসআই ও কনস্টেবলের শরীরে মিলেছে করোনা। তাঁদের মধ্যে কয়েক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিরা বাড়িতে নিভৃতবাসে রয়েছেন।

Advertisement

অন্য দিকে, জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ১১২ জন স্বাস্থ্য দফতরের কর্মী আক্রান্ত হয়েছেন। আগেই আক্রান্ত হয়েছেন দু’জন উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এ ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বহু চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ রিপোর্ট এসেছে।

হাওড়া পুরসভার বেশ কয়েক জন কর্মীও কোভিডে আক্রান্ত হয়েছেন। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ‘‘কয়েক জন আধিকারিক ও কর্মী আক্রান্ত হয়েছেন। সংক্রমন রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছি আমরা। থানা এলাকায় সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement