প্রতীকী ছবি।
হুগলির পান্ডুয়ায় গাড়িচালককে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার আরও এক জন। হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদ্বীপ জানিয়েছেন, বুধবার সুরজ সিংহ নামে আর এক অভিযুক্তকে দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাড়িচালক উদয়ভানু বিশ্বাস খুন হওয়ার পরেই বিশাল সিংহ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে চুঁচুড়া আদালতে হাজির করানো হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তার পরেই গ্রেফতার হলেন সুরজ। পুলিশ সূত্রে খবর, পান্ডুয়ায় পুলিশের তাড়া খেয়ে বাসে করে পালিয়েছিলেন ধৃত।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান, বর্ধমান থেকে উদয়ভানুর গাড়িটি ভাড়া করেন চার দুষ্কৃতী। বর্ধমান পেরিয়ে গাড়ি হুগলিতে ঢুকতেই জিটি রোডের উপর ফাঁকা জায়গা দেখে উদয়কে গাড়ি থামাতে বলেন দুষ্কৃতীরা। উদয় নামলে তাঁর মাথায়, বুকে ও পাঁজরে তিনটি গুলি চালানো হয়। স্থানীয়েরা ঘটনা দেখতে পেয়ে পান্ডুয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ উদয়ভানুকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সুপার জানান, এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাড়ি ছিনতাইয়ে বাধা দেওয়ায় উদয়ের উপর গুলি চালানো হয়। তবে এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি যাঁরা জড়িত, তাঁদেরও ধরার চেষ্টা চলছে। খুনে ব্যবহৃত অস্ত্রটিও খোঁচার চেষ্টা করা হচ্ছে।