Chinsurah

এক বছর আগে নিখোঁজ ছেলেকে পেলেন বাবা

বিহারের দ্বারভাঙা জেলার বহেড়ার প্রত্যন্ত গ্রাম বেনিপুরের বাসিন্দা মহম্মদ মজলুম সোমবার সন্ধ্যায় ছেলেকে নিয়ে ফেরার ট্রেন ধরেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ০৭:৩৫
Share:

ছেলে ও বাবা। নিজস্ব চিত্র

প্রায় এক বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বিহারের মানসিক ভারসাম্যহীন এক যুবক। তাঁকে এলাকার রাস্তা থেকে উদ্ধার করে বাবার হাতে তুলে দিলেন হুগলির চুঁচুড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যেরা।

Advertisement

বিহারের দ্বারভাঙা জেলার বহেড়ার প্রত্যন্ত গ্রাম বেনিপুরের বাসিন্দা মহম্মদ মজলুম সোমবার সন্ধ্যায় ছেলেকে নিয়ে ফেরার ট্রেন ধরেছেন। মহম্মদ ইশহাক নামে বছর চৌত্রিশের ওই যুবক তাঁর তিন ছেলের মধ্যে ছোট।

দু’দিন আগে চুঁচুড়ার খাদিনা মোড়ের কাছে রাস্তার ধারে পড়েছিলেন ইশহাক। কথাবার্তা অসংলগ্ন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সংস্থার কার্যালয়ে আশ্রয় দেওয়া হয়। সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বহু কষ্টে তাঁর থেকে বহেড়া থানার কথা জানতে পেরে যোগাযোগ করেন। খবর পৌঁছয় বাড়িতে। ট্রেন ধরে সোমবার মজলুম চুঁচুড়ায় পৌঁছন। সংস্থার কার্যালয়ে ঢুকেই ছেলেকে জড়িয়ে ধরেন।

Advertisement

মজলুম জানান, ছেলের শোকে মা খাহিরুল খাতুন অসুস্থ হয়ে পড়েছিলেন। বিছানায় শুয়ে সব সময় ইশহাকের নাম করতেন খাহিরুল। মাস তিনেক আগে তিনি মারা যান। ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য ওই সংস্থার সদস্যদের ধন্যবাদ জানাতে ভোলেননি মজলুম।

ইন্দ্রজিৎ বলেন, ‘‘বাবার কাছে ছেলেকে ফেরাতে পারলাম বটে। কিন্তু একটা খামতি রয়ে গেল। মায়ের সঙ্গে ছেলের দেখা হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement