Accident

টোটোর ধাক্কায় বাসের নীচে পড়ে পিষ্ট প্রৌঢ়া

পুলিশ জানিয়েছে, চালক-সহ আটক করা হয়েছে সরকারি বাসটি। ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখে খোঁজ চলছে টোটোচালকের। নিত্যযাত্রীদের অভিযোগ, হাওড়া ময়দান এবং বঙ্গবাসী চত্বর অবৈধ টোটোয় ভরে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ০৬:০৪
Share:

হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রতীকী ছবি।

টোটোর ধাক্কায় সরকারি বাসের চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দানের কাছে মহাত্মা গান্ধী রোডে। মৃতার নাম লক্ষ্মী দেবী (৬৫)। পুলিশ জানিয়েছে, প্রথমে একটি দ্রুতগামী টোটো ধাক্কা মারে ওই প্রৌঢ়াকে। ধাক্কার অভিঘাতে তিনি বি বা দী বাগ-হাওড়া ময়দান রুটের একটি সরকারি বাসের চাকার নীচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই পরে তাঁর মৃত্যু হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাওড়ার রাধামাধব ঘোষ লেনের বাসিন্দা ওই প্রৌঢ়া। সেই সময়ে বঙ্গবাসী মোড়ের আগে মহাত্মা গান্ধী রোডে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল সরকারি বাসটি। প্রৌঢ়া যখন বাসের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আচমকাই পিছন থেকে একটি টোটো তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কার চোটে বাসের পিছনের চাকার নীচে পড়ে যান লক্ষ্মী। ঠিক তখনই বাসচালক যাত্রী নামানো শেষ করে বুঝতে না পেরে বাসটি চালিয়ে দেন। বাসের পিছনের চাকা প্রৌঢ়ার পা ও কোমরের উপর দিয়ে চলে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছু ক্ষণ পরে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, চালক-সহ আটক করা হয়েছে সরকারি বাসটি। ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখে খোঁজ চলছে টোটোচালকের। নিত্যযাত্রীদের অভিযোগ, হাওড়া ময়দান এবং বঙ্গবাসী চত্বর অবৈধ টোটোয় ভরে গিয়েছে। যার জন্য প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা লেগে থাকে। পুলিশ জানিয়েছে, শহরে বেআইনি ভাবে চলাচল করা টোটো ও অটোর বিরুদ্ধে এ বার কড়া পদক্ষেপ করা হবে। শনিবার বেলুড়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ কর্মসূচির অনুষ্ঠানে গিয়ে একই কথা জানান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement