টিকাকরণ কেন্দ্রে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। ছবি: সুব্রত জানা।
টিকাকরণে উলুবেড়িয়া-২ ব্লকের তৃণমূল পরিচালিত জোয়ারগড়ি পঞ্চায়েতের প্রধান স্বজনপোষণ করছেন বলে অভিযোগ তুলল বিজেপি। এ নিয়ে শনিবার জোয়ারগড়ি ইউনিয়ন হাই স্কুলে টিকাকরণ কেন্দ্রে পঞ্চায়েতের সাত বিজেপি সদস্য বিক্ষোভ দেখান। বিডিওকে স্মারকলিপিও দেওয়া হয়। প্রধান মানিকচন্দ্র মাখাল অভিযোগ অস্বীকার করেন।
বিডিও অতনু দাস বলেন, ‘‘এ দিন ব্লকের সাত জায়গায় টিকাকরণ হয়। বলা হয়েছিল ভোটার-লিস্ট দেখে টিকার কুপন দিতে। যাতে পরবর্তী সময়ে সহজেই খোঁজ করা যায়। জোয়ারগড়িতে ঠিক কী হয়েছে, খোঁজ নেব।’’
এ দিন ওই পঞ্চায়েতের তিনটি স্কুলে টিকাকরণ শিবির হয়। ১৪০০ জনকে টিকা দেওয়া হয় বলে পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। কিন্তু পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিজেপির বাদল পোল্লের অভিযোগ, ‘‘প্রধান পঞ্চায়েতে সভা না ডেকে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে তাঁদের ৮ সদস্যকে কুপন দিয়ে দেন। তাঁরা নিজেদের বুথে গিয়ে দলের লোকজনের মধ্যে সেই কুপন বিলি করেন। বিজেপি সদস্যদের ডাকা হয়নি। কুপন না-থাকায় এ দিন অনেকে টিকাকেন্দ্র থেকে ফিরে যান।’’
পক্ষান্তরে, প্রধানের দাবি, ‘‘বৃহস্পতিবার বিকেলে ব্লক অফিস থেকে জানতে পারি এ দিন টিকাকরণ হবে। শুক্রবার বিশ্বকর্মা পুজোয় সকলে ব্যস্ত ছিলেন। তাই পঞ্চায়েতের সব সদস্যকে খবর দেওয়া সম্ভব হয়নি। সকলেই টিকা পাবেন। এর মধ্যে কোনও রাজনীতি বা স্বজনপোষণ নেই।’’