rail block

Agnipath: অগ্নিপথ-আন্দোলনের আঁচ এ বার হুগলিতে, শ্রীরামপুরে রেলপথ আটকে বিক্ষোভ

রবিবার শ্রীরামপুর স্টেশন সংলগ্ন রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েক জন যুবক। রেললাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১৬:৩৬
Share:

শ্রীরামপুরে রেল অবরোধ। — নিজস্ব চিত্র।

সেনা নিয়োগে ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে বিক্ষোভের আঁচ এ বার পড়ল হুগলিতেও। রবিবার শ্রীরামপুর স্টেশন সংলগ্ন রেলপথ অবরোধ করেন এক দল যুবক। যদিও রেলপুলিশের হস্তক্ষেপে কিছু ক্ষণের মধ্যে অবরোধ উঠে যায়।

Advertisement

রবিবার সকাল পৌনে ১১টা নাগাদ শ্রীরামপুর স্টেশন সংলগ্ন রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কয়েক জন যুবক। রেললাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। দাহ করা হয় কুশপুতুলও। বিক্ষোভকারীরা অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবি তোলেন। দাবি না মানা হলে আরও বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। তাঁদের আন্দোলনের জেরে কিছু ক্ষণের জন্য ব্যাহত হয় রেল পরিষেবা।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় রেলপুলিশ। পুলিশ কর্মীদের অনুরোধে রেললাইন থেকে সরে যান বিক্ষোভকারীরা। আবার শুরু হয় ট্রেন চলাচল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement