গোঘাট ১ নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি শ্রীমন্ত রায়। নিজস্ব চিত্র
দলের নবনিযুক্ত জেলা সভাপতিকে ফুলমালা দিয়ে সংবর্ধনা জানালেন পুলিশের খাতায় ‘ফেরার’ থাকা এক তৃণমূল নেতা। সদ্যই তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন তারকেশ্বরের বিধায়ক রমেন্দু সিংহরায়। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন গোঘাট ১ নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি শ্রীমন্ত রায়। তাঁর বিরুদ্ধে গোঘাট পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষকে মারধর এবং হেনস্থার অভিযোগ রয়েছে।
বুধবার রমেন্দুর সঙ্গে শ্রীমন্তের ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে শ্রীমন্তকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, ‘‘যাঁদের বিরুদ্ধে মামলা তাঁরাই তৃণমূলের দলীয় দফতরে আশ্রয় নিয়েছে। তাঁদের পুলিশ গ্রেফতার করছে না। এটা নাটক ছাড়া আর কিছু নয়। এটা ঠিক নয়।’’
তৃণমূলের নবনিযুক্ত আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতির অবশ্য দাবি, ‘‘শ্রীমন্ত রায় নামে কাউকে চিনি না। বহু মানুষ আসছেন। উনি অভিযুক্ত হলে আইন আইনের পথে চলবে। তবে নরেন্দ্র মোদীর সঙ্গে নীরব মোদী এবং বিজয় মাল্য ছিলেন। বিজেপি তা নিয়ে চিন্তা করুক।’’