Lynching

চোর সন্দেহে তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ লিলুয়ায়

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আকাশ নিয়মিত নেশা করতেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় এক বাসিন্দার মোবাইল চুরি যাওয়ায় সকলের সন্দেহ গিয়ে পড়ে তাঁর উপরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ০৭:৪৪
Share:

—প্রতীকী ছবি।

চোর সন্দেহে এক তরুণকে নৃশংস ভাবে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে লিলুয়ার চকপাড়ায়। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই তরুণ। বুধবার সকালে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, আহত তরুণের নাম আকাশ দেবনাথ (১৯)। এই ঘটনায় আকাশের পরিবারের তরফে বুধবার বিকেলে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরেই পুলিশ অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর মামলা রুজু করে তদন্ত শুরু করে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আকাশ নিয়মিত নেশা করতেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় এক বাসিন্দার মোবাইল চুরি যাওয়ায় সকলের সন্দেহ গিয়ে পড়ে তাঁর উপরে। কারণ, ওই জায়গায় আকাশকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন এলাকার লোকজন। অভিযোগ, এর পরেই ওই তরুণকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। লাঠি, বাঁশ দিয়ে পেটানোর পাশাপাশি ইট দিয়েও তাঁকে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আকাশকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানে মারা যান তিনি।

ঘটনা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের উপ-নগরপাল (উত্তর) অনুপম সিংহ বলেন, ‘‘ওই তরুণ মাদকাসক্ত ছিলেন। নেশা করে এলাকায় মাঝেমধ্যেই অশান্তি করতেন। মঙ্গলবার রাতে এক বাসিন্দার মোবাইল চুরি যাওয়ার ঘটনায় তাঁকে সন্দেহ করে মারধর করেছিলেন এলাকাবাসী। মৃত তরুণের পরিবারের তরফে লিলুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, ঠিক কী ঘটেছিল, তা দেখা হচ্ছে। কেন আকাশকে মোবাইল চোর সন্দেহ করা হল, তা নিয়ে চকপাড়ার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement