Accident

Accident: পাড়ায় শিক্ষালয়ে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট শিক্ষক, জখম আরও এক জন

সোমবার পাড়ায় শিক্ষালয়ে যোগ দিতে বাইকে চড়ে যাচ্ছিলেন আরামবাগের দৌলতপুরের বাসিন্দা আক্কাস আলি মল্লিক (৩৫)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২৩
Share:

পুথ দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু। প্রতীকী ছবি

পাড়ায় শিক্ষালয়ে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হলেন এক শিক্ষক। জখম অবস্থায় আরও এক জন ভর্তি হাসপাতালে। সোমবার এই ঘটনা ঘটেছে হুগলির আরামবাগে। মৃত শিক্ষক খানাকুলের ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
সোমবার পাড়ায় শিক্ষালয়ে যোগ দিতে বাইকে চড়ে যাচ্ছিলেন আরামবাগের দৌলতপুরের বাসিন্দা আক্কাস আলি মল্লিক (৩৫)। তাঁর বাইকে ছিলেন আরও এক শিক্ষক। আরামবাগেরই বসন্তপুর এলাকায় একটি লরিকে টপকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়েন আক্কাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাথায় চোট পেয়েছেন আক্কাসের সঙ্গী। তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

দুর্ঘটনার পর যানজট তৈরি হয়। আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ আক্কাসের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement