হুগলি-চুঁচুড়া পুরসভা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র। —নিজস্ব চিত্র।
কেন্দ্রের পাঠানো প্রতিনিধি দলের পর্যবেক্ষণে হুগলি-চুঁচুড়া পুরসভার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রায় ৯১ শতাংশ নম্বর নিয়ে গুণমানের দিক থেকে স্বীকৃতি অর্জন করল।
ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড (এনকিউএএস) বা জাতীয় গুণমান নিশ্চয়তার মাপকাঠির বিচারে সায়রা মোড়ে অবস্থিত পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (৩) ৯০.৯৭ শতাংশ নম্বর নিয়ে ‘জাতীয় গুণমান শংসাপত্র’ (ন্যাশনাল কোয়ালিটি সার্টিফিকেট) পেয়েছে। গত ২৪ ও ২৫ অক্টোবর দিল্লি থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাধীন এনকিউএএস-এর দুই সদস্যের প্রতিনিধি দল পর্যবেক্ষণ করতে শহরে এসেছিল। শুক্রবার, সেই শংসাপত্র পাওয়ার কথা জানিয়ে স্বাস্থ্য মিশনের চিঠি এসে পৌঁছয়।
পুর পারিষদ (স্বাস্থ্য) জয়দেব অধিকারী স্বভাবতই খুশি। তিনি বলেন, ‘‘দল আমাকে পুর-স্বাস্থ্যের দায়িত্ব দিয়েছিল। তখন থেকেই মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর ছিলাম। পুর স্বাস্থ্যকর্মী, চিকিৎসক— সকলের সহযোগিতায় এই সাফল্য।’’ পুরসভার নোডাল অফিসার (স্বাস্থ্য মিশন) হিমাংশু চক্রবর্তী জানান, পুরসভার মোট চারটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এই সাফল্যে বাকি স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও ভাল কাজ করার প্রবণতা বাড়বে। উপকৃত হবেন সাধারণ মানুষ।
পুরসভা সূত্রে খবর, সময়মতো সংক্রমণমুক্ত পরিষেবা, ওষুধ রাখার জায়গা, ডেটা এন্ট্রি, রোগীদের প্রতি ব্যবহার-সহ জাতীয় স্বাস্থ্য মিশনের সচেতনতামূলক কর্মসূচিগুলির বিশ্লেষণ ও পালনেই ওই স্বীকৃতি মিলেছে।