marriage

লকডাউনে অনড় যানবাহনের চাকা, বাইকই ভরসা নবদম্পতির

কোভিড বিধি মেনেই হাওড়ার রামরাজাতলার বাসিন্দা ঋতু পাত্রকে বিয়ে করেছিলেন হুগলির ব্যান্ডেলের সাহেববাগানের বাসিন্দা অর্ঘ্য ধর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২০ মে ২০২১ ২৩:৫৭
Share:

বাইকে সওয়ার নবদম্পতি। —নিজস্ব চিত্র।

লকডাউনে বন্ধ গাড়িঘোড়া। বিয়ের পর তাই বাইকই ভরসা নবদম্পতির। দু’চাকাতেই হাওড়া থেকে ব্যান্ডেল পাড়ি দিলেন তাঁরা।

Advertisement

কোভিড বিধি মেনেই হাওড়ার রামরাজাতলার বাসিন্দা ঋতু পাত্রকে বিয়ে করেছিলেন হুগলির ব্যান্ডেলের সাহেববাগানের বাসিন্দা অর্ঘ্য ধর। বুধবার বিয়ে মিটে গিয়েছে। বৃহস্পতিবার অর্ঘ্যের পরিবারের লোকতজন রওনা দেন একটি গাড়ি চড়ে। তার কিছু ক্ষণ পর ঋতুকে বাইকের পিছনে চড়িয়ে বাইকেই ব্যান্ডেল রওনা দেন অর্ঘ্যও।

ঋতুর মা করবী বলেন, ‘‘অর্ঘ্য বাইক চালাতে ভালবাসে। ঋতু বাইকে চড়তেও ভালবাসে। তাই লকডাউনের এই সুযোগটাকে ওরা হাতছাড়া করতে চায়নি। ওরা দু’জনে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। আর সেটার শুরু হল হাওড়া থেকে ব্যান্ডেল লং ড্রাইভ দিয়ে।’’ ঋতুর পরিবার সূত্রে জানা গিয়েছে, রওনা দেওয়ার ঘণ্টা দু’য়েক পর নিরাপদেই বাড়ি ফিরেছেন নবদম্পতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement