Crime

নাম, ফোন নম্বর দিতেই অ্যাকাউন্ট সাফ উত্তরপাড়ার অবসরপ্রাপ্ত প্রৌঢ়ের

উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। দ্বারস্থ হয়েছেন চন্দননগর কমিশনারেটের সাইবার সেলেরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ১৯:৫০
Share:

অসীমকুমার ঘোষাল। নিজস্ব চিত্র

অনলাইনে বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার হলেন উত্তরপাড়ার এক প্রৌঢ়। নিমেষে তাঁর অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ৮১ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ। উত্তরপাড়ার বিবিএনসি সরণির বাসিন্দা অসীমকুমার ঘোষাল এ নিয়ে চন্দননগর কমিশনারেটের সাইবার সেলে অভিযোগও জানিয়েছেন।

Advertisement

অসীম অবসরপ্রাপ্ত। তাঁর দাবি, দিল্লি যাওয়ার প্রয়োজনে বুধবার তিনি অনলাইনে বিমানের টিকিট কাটেন। তাঁর আরও দাবি, অ্যাকাউন্ট থেকে টিকিটের টাকা কেটে নেওয়া হলেও ইমেলে টিকিট বা কোনও এসএমএস তিনি পাননি। এর পর যে সংস্থার টিকিট তিনি কেটেছিলেন, গুগ্‌ল সার্চে সেই সংস্থার নাম করে লেখা একটি নম্বরে ফোন করেন তিনি। অসীমের অভিযোগ, ওই নম্বরে ফোন করতেই তাঁর কাছ থেকে নাম এবং ফোন নম্বর জেনে নেওয়া হয়। তার ১০ মিনিটের মধ্যেই পাঁচ বার তাঁর অ্যাকাউন্ট থেকে মোট চার লক্ষ ৮১ হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ অসীমের।

এটিএম কার্ডের নম্বর বা কোনও ওটিপি ছা়ড়া কী ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা লুঠ হল তা ভেবে পাচ্ছেন না ওই প্রৌঢ়। এ নিয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। দ্বারস্থ হয়েছেন চন্দননগর কমিশনারেটের সাইবার সেলেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement