Howrah Incident

সিভিক সেজে তৃণমূল নেতার বাড়িতে হানা! খুলে নিলেন পাখা, বগলদাবা করে পালালেন চেয়ার

ঘটনাটি ঘটেছে বেলুড়ের ভোটবাগানে। ওই এলাকাতেই থাকেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য রিয়াজ আহমেদ। ইদের দিন ভোরে তাঁর নাম করেই তাঁর বাড়িতে ঢুকে চুরি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ২০:২৬
Share:

তৃণমূল নেতার বাড়ি থেকে বেরিয়ে যান ওই যুবক। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

পরনে পুরোদস্তুর সিভিক ভলান্টিয়ারের নীল পোশাক। মাথায় টুপি। মুখে মাস্ক। সেই পোশাক পরে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য রিয়াজ আহমেদের বাড়ির দরজায় টোকা দেন এক যুবক! দরজা খোলেন রিয়াজের মা। তাঁর উদ্দেশে ওই যুবক বলেন, ‘‘দাদা (রিয়াজ) পাঠিয়েছেন। পাখা খুলে নিয়ে যেতে বলেছেন!’’ পুত্রের নাম করায় এবং পরনে সিভিক ভলান্টিয়ারের পোশাক থাকায় সন্দেহ হয়নি রিয়াজের মায়ের। দরজা খুলে দিতেই ভেতরে ঢুকে পাখা খুলে নেন ওই যুবক। শুধু তা-ই নয়, তৃণমূলের পার্টিঅফিস খুলিয়ে চেয়ারও নেন। তার পর চম্পট দেন তিনি!

Advertisement

ঘটনাটি ঘটেছে বেলুড়ের ভোটবাগানে । ওই এলাকাতেই থাকেন রিয়াজ। ইদের দিন ভোরে তাঁর নাম করেই তাঁর বাড়িতে ঢুকে চুরি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বাড়ি ফিরে বিষয়টি জানার পরই টনক নড়ে রিয়াজের। তিনি বুঝতেই পারেন না, কে তাঁর নাম করে বাড়ি এসে চুরি করে পালালেন! ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ।

জানা গিয়েছে, ইদের দিন ভোরে অভিযুক্ত রিয়াজের বাড়ি এসে ডাকাডাকি করেন। দরজা খুলে দিতেই রিয়াজের মাকে তিনি জানান, দাদা (রিয়াজ) পাখা নিয়ে যেতে বলেছেন। তার পরই তাঁর ভাইকে ডেকে খোলান পার্টি অফিসের দরজা। সেখান থেকে পাঁচটি প্লাস্টিকের চেয়ারও সঙ্গে করে নিয়ে যান। জানতে চাইলে জানান, রিয়াজ তাঁকে চেয়ার এবং পাখা নিয়ে যেতে বলেছেন। কিন্তু এত জিনিস এক সঙ্গে হাতে করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এলাকার লোকদের দিয়েই একটি টোটো ডেকে আনেন। তাতে চাপিয়েই পাখা এবং চেয়ার নিয়ে চম্পট দেন অভিযুক্ত!

Advertisement

রিয়াজ বেলার দিকে বাড়ি ফিরতে পুরো ঘটনা তাঁকে জানান মা ও ভাই। প্রথমে বিষয়টিতে আমল দিতে চাননি তিনি। তবে পরে বিষয়টি খতিয়ে দেখে চমকে যান। খোঁজখবর নিয়ে রিয়াজ জানতে পারেন, যে যুবক তাঁর বাড়িতে এসেছিলেন, তাঁর সঙ্গে পুলিশের কোনও সম্পর্ক নেই। বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে পুলিশ-প্রশাসনের মধ্যে। রিয়াজের বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ থেকে ওই যুবকের ছবি নিয়ে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায়। তবে এখনও পর্যন্ত তাঁকে ধরা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement