Bomb Threat in Indian Museum

জাদুঘরে বোমা রাখা আছে! হুমকি ইমেল পেলেন কর্তৃপক্ষ, ঘটনাস্থলে পুলিশ এবং বম্ব স্কোয়াড

বোমা থাকার হুমকিবার্তা আসার পর থেকেই জাদুঘর বন্ধ রাখা হয় ঘণ্টা তিনেক। তবে পুলিশি তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। তার পর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয় জাদুঘর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৪:৩৩
Share:
Indian Museum authority got email, police and bomb squad in there

কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক। —ফাইল চিত্র।

বোমা রাখা আছে কলকাতা জাদুঘরে! এমনই এক হুমকিবার্তা এল জাদুঘর কর্তৃপক্ষের কাছে। সেই হুমকিবার্তার কথা জানতে পেরেই সেখানে পৌঁছে যায় পুলিশ। সঙ্গে ছিলেন বম্ব স্কোয়াডের সদস্যেরা। মঙ্গলবার ১২টা থেকে ৩টা পর্যন্ত তল্লাশি চলে। বন্ধ করা হয় জাদুঘর। কিন্তু তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তার পর আবার জাদুঘর খুলে দেওয়া হয়েছে।

Advertisement

সূত্রের খবর, গত রবিবার ভোরে পাঠানো হুমকি ইমেলে বলা হয়, কলকাতা জাদুঘরে বোমা রাখা হয়েছে। বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে জাদুঘর। বহু মানুষের মৃত্যুও হতে পারে। যদিও কে বা কারা এই হুমকি ইমেল পাঠালেন, তা এখনও স্পষ্ট নয়। হুমকি ইমেলের বিষয়টি নজরে আসার পরই তৎপর হন জাদুঘর কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় পুলিশকে। জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় জাদুঘরের দরজা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ মার্কেট থানার পুলিশ। পুলিশের বম্ব স্কোয়াডকেও জাদুঘরে পাঠানো হয়। তল্লাশি অভিযান চালানো হয়। জাদুঘরের প্রতিটি কক্ষ তন্নতন্ন করে খুঁজে দেখে তারা।

বোমা থাকার হুমকিবার্তা আসার পর থেকেই জাদুঘর বন্ধ রাখা হয়। আগত পর্যটকদেরও ফিরিয়ে দেওয়া হয় সেই সময়। এমনকি, জাদুঘরের সামনের বেশ কিছুটা অংশ ঘিরেও ফেলা হয়।

Advertisement

উল্লেখ্য, অতীতেও এমন হুমকি ইমেল পেয়েছিলেন জাদুঘর কর্তৃপক্ষ। গত বছর জানুয়ারিতে প্রায় একই মর্মে লেখা একটি হুমকিবার্তা পাঠানো হয় জাদুঘরে। তবে পুলিশ এবং বম্ব স্কোয়াড তল্লাশি অভিযান চালিয়েও কোনও সন্দেহজনক কিছু পায়নি। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বোমাতঙ্ক ছড়াচ্ছে। কখনও স্কুলে, আবার কখনও হাসপাতালে, কখনও আবার বিমানবন্দরে বোমা মেরে উড়িয়ে দেওয়া হুমকি ইমেল পাঠানো হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই হুমকি ইমেলগুলি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে বলেই খবর।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement