ভস্মীভূত গুদাম। নিজস্ব চিত্র
অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল প্লাইউডের গুদাম। এই ঘটনা ঘটেছে হাওড়ার পাঁচলার ধামসিয়ায়।
রবিবার রাত সাড়ে আটটার পর ধামসিয়ার একটি প্লাইউডের গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে দমকলের ১২টি ইঞ্জিন। সারা রাত ধরে চেষ্টার পর ভোরবেলা আগুন আয়ত্তে আসে।
ওই গুদামে জলের কোনও উৎস না থাকায় আগুন নেভানোর ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। ফলে রাতে বহু দূর থেকে জল এনে আগুন নেভানোর কাজ করতে হয় দমকলকে। প্রায় ৫০ হাজার স্কোয়ার ফুটের ওই গুদামে আগুন নেভানোর জন্য জলের কোনও ব্যবস্থা না থাকার অভিযোগ উঠেছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।