WB panchayat Election 2023

নির্দেশ ছাড়াই মনোনয়ন জমা কিছু তৃণমূল নেতার

দলের সদর এবং গ্রামীণ জেলা কমিটির গক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় না থেকে যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ০৮:০৫
Share:

জোয়ারগোড়ি অঞ্চল তৃণমূল কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মী-সমর্থকদের। নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটে বাম, কংগ্রেস, বিজেপির মনোনয়ন-পর্ব চলছে জোর কদমে। তবে মঙ্গলবার পর্যন্ত কোনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল। তার পরোয়া না করেই হাওড়ায় বিভিন্ন ব্লকে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিতে দিয়েছেন অনেকে। মঙ্গলবার শ্যামপুর-২ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়াও, সাঁকরাইল, পাঁচলায় একই ঘটনা ঘটেছে। তালিকা-প্রকাশের ভুল খবর পেয়ে প্রার্থী বদলের দাবি তুলে জোয়ারগড়িতে দলের নেতাদের কার্যালয়ে তালাবন্দি করে রেখেছেন দলের কর্মী-সমর্থকেরা।

Advertisement

দলের সদর এবং গ্রামীণ জেলা কমিটির গক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় না থেকে যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদিত তালিকায় সেই নাম না থাকলে বাতিল হবে মনোনয়ন। তবে যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের দাবি, রাজ্য নেতৃত্ব থেকে তাঁদের নাম চাওয়া হয়েছিল। সে বিষয়ে নিশ্চিত হয়েই তাঁরা মনোনয়ন জমা দিয়েছেন।

এ দিন তালিকা প্রকাশ হওয়ার ভুল খবর পেয়ে প্রার্থী বদলের দাবিতে উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগোড়ি অঞ্চল তৃণমূল কার্যালয়ে তালা লাগিয়ে দেন কিছু কর্মী-সমর্থক। জোয়ারগোড়ি অঞ্চলের ২০৩ নম্বর বুথের সভাপতি আসাদুল জমাদার ও তৃণমূল কর্মী শেখ জুলফিকার বলেন, ‘‘উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি তাঁর কাছের লোকদের প্রার্থী করেছেন। তার প্রতিবাদে দলের নেতাদের তালাবন্দি করে রাখা হয়েছে। অন্য প্রার্থীর নাম পাঠাতে হবে।’’

Advertisement

এ দিন তালাবন্দি হয়েছিলেন জোয়ারগোড়ি অঞ্চলের তৃণমূল সভাপতি বিবেকানন্দ সিংহ। তিনি বলেন, ‘‘কিছু কর্মী ভুল খবর পেয়ে ওই কাজ করেছেন। ওটা কিছু নয়।’’ আর উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজির দাবি, ‘‘দলের নির্দেশ অনুযায়ী প্রার্থী বাছাই করা হয়েছে। এ দিন যাঁরা ওই কাজ করেছে, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’’

দলের গ্রামীণ ও সদর দুই এলাকার নেতাদের একটা বড় অংশ এ জন্য দায়ী করেছেন প্রার্থী ঘোষণায় দীর্ঘসূত্রিতাকে। দলের জেলা নেতৃত্বের পাল্টা দাবি, কোনও সমস্যা হবে না। গ্রামীণ জেলা তৃণমূল সভাপতি অরুণাভ সেন বলেন, ‘‘আমাদের বড় দল। এক একটি আসনে একাধিক দাবিদার। ফলে প্রার্থী নির্বাচনে কিছুটা সময় লাগছে। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাথমিক কাজ সারা আছে। নাম ঘোষণা হয়ে গেলেই দ্রুত মনোনয়নপত্র জমা দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement