Howrah

রাস্তার ধারে বস্তা থেকে বেরোচ্ছে দুর্গন্ধ, খুলতেই মৃতদেহ উদ্ধার হল ভিতর থেকে

পুলিশ জানতে পেরেছে ওই যুবকের নাম সুরেশ সাউ। এই কাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ওই রাস্তাটি অত্যন্ত নির্জন এবং আলোকবিহীন অবস্থায় থাকে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ০১:২৯
Share:

প্রতীকী ছবি।

বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হল হাওড়ার ডোমজুড়ে। আর সেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই হত্যাকাণ্ডের পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

এই ঘটনা ঘটেছে ডোমজুড় থানার সলপ পিরডাঙা এলাকায়। বুধবার দুপুরের পর থেকে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করার সময় দুর্গন্ধ টের পান। তাঁরা দেখতে পান রাস্তার ধারে একটি বস্তা পড়ে রয়েছে। তা থেকে চুঁইয়ে পড়ছে রক্ত। আর সেই বস্তা থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। সন্দেহ হওয়ায় তাঁরা খবর দেন ডোমজুড় থানায়। পুলিশ এসে বস্তাটি খুলে মৃতদেহ উদ্ধার করে। বস্তার ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গিয়েছে। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানতে পেরেছে ওই যুবকের নাম সুরেশ সাউ। এই কাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ওই রাস্তাটি অত্যন্ত নির্জন এবং আলোকবিহীন অবস্থায় থাকে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। তাঁদের অভিযোগ, ওই এলাকায় অসামাজিক কার্যকলাপও ঘটে। তার জেরেই এই খুন কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement