Safe home

৫০ বেডের সেফ হোম চালু হল বেলুড় মঠে, পরিষেবা ১ জুন থেকে

মঠের পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে এই সেফ হোম চালু করা হয়েছে। ৫০ বেডের এই সেফ হোমে পরিষেবা পাওয়া যাবে ১ জুন থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৫:৫০
Share:

নিজস্ব চিত্র

কোভিড মোকাবিলায় সেফ হোম চালু করলেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। মঠের পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে এই সেফ হোম চালু করা হয়েছে। ৫০ বেডের এই সেফ হোমে পরিষেবা পাওয়া যাবে ১ জুন থেকে। শনিবার বেলুড় মঠের রীতি মেনে শ্রীরামকৃষ্ণের পুজোর মধ্য দিয়ে সেফ হোমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দজি মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসীরা ব্যবস্থা খতিয়ে দেখেন।

Advertisement

উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই সেফ হোমে। পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে মঠের তরফে।

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্তদের জন্য ইতিমধ্যেই প্রাথমিক ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement