নিজস্ব চিত্র
কোভিড মোকাবিলায় সেফ হোম চালু করলেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। মঠের পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে এই সেফ হোম চালু করা হয়েছে। ৫০ বেডের এই সেফ হোমে পরিষেবা পাওয়া যাবে ১ জুন থেকে। শনিবার বেলুড় মঠের রীতি মেনে শ্রীরামকৃষ্ণের পুজোর মধ্য দিয়ে সেফ হোমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দজি মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসীরা ব্যবস্থা খতিয়ে দেখেন।
উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই সেফ হোমে। পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে মঠের তরফে।
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্তদের জন্য ইতিমধ্যেই প্রাথমিক ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে।