সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।
‘‘মুখ্যসচিব বাঙালি বলেই কি এত রাগ? তাই কি বদলি? রাজ্যকে কাজ করতে দিচ্ছে না কেন্দ্র’’, বললেন মমতা।
মুখ্যসচিবের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছিল। তার পরও কেন মুখ্যসচিবকে বদলি করা হল?
বাংলায় বিধানসভা নির্বাচনে হার হয়েছে বলেই কি প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে? সেই কারণেই কি মুখ্যসচিবের বদলি? প্রশ্ন তুললেন মমতা।
প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই দিঘায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলাম, বললেন মমতা।
‘‘মোদীর জন্য ২০ মিনিট আকাশে চক্কর, পৌঁছনোর পরও বসিয়ে রাখা হয়’’: মমতা
‘‘এখানে প্রশাসনিক বৈঠকে বিরোধী দলনেতাকে ডাকা হচ্ছে, গুজরাতে টাউটের পর প্রশাসনিক বৈঠকে কেন কংগ্রেসের বিরোধী দলনেতাকে ডাকা হল না?’’
আমাদের ঘোষণা পরই প্রধানমন্ত্রীর সফর ঘোষণা হয়।