School bus

Fire at Dumurjala: ডুমুরজলায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন, ভস্মীভূত দু’টি স্কুল বাস

সাড়ে ৪টে নাগাদ ওই পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা একটি বাস থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর দেন পথচলতি মানুষেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডুমুরজলা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৯:৩৪
Share:

নিজস্ব চিত্র।

চারটি বাসে আগুন ধরে ভয়াবহ কাণ্ড হাওড়ার ডুমুরজলা এলাকায়। রবিবার বিকেলে ময়দান সংলগ্ন এলাকার পার্কিং জোনে ওই ঘটনায় ঘটে। ওই চারটি বাসের মধ্যে দু’টি স্কুল বাস ও একটি মিনিবাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আর একটি স্কুলবাস আংশিক পুড়ে যায়। আগুন নেভাতে দমকলের দু’টি ইঞ্জিন নিয়ে আসা হয়েছিল। আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।

Advertisement

সাড়ে ৪টে নাগাদ ওই পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা একটি বাস থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর দেন পথচলতি মানুষেরা। রাম কুমার সাউ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ‘‘দমকল আসার আগেই চারটি বাসে আগুন ধরে যায়। এলাকার লোকেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। ওই পার্কিং জোনে অন্তত ২০টি গাড়ি ছিল। দমকল আসতে আরও দেরি হলে বাকি গাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারত।’’

শিবপুর দমকল কেন্দ্রের ওসি ভবানীপ্রসাদ দুবে জানান, ‘‘খবর পেয়ে শিবপুর ও হাওড়া থেকে মোট দু’টি ইঞ্জিন আসে। তিনটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। কী ভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। তবে চক্রান্ত করে কেউ আগুন লাগিয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই ভাবে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগে যাওয়া সম্ভব নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement