Death

খেলতে গিয়ে চৌবাচ্চায় পড়ে নিহত পান্ডুয়ার আড়াই বছরের শিশু

চৌবাচ্চা থেকে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ০০:৪৭
Share:

এই চৌবাচ্চায় পড়েই নিহত হয় শিশুটি, অভিযোগ পরিবারের। নিজস্ব চিত্র।

খোলা চৌবাচ্চায় পড়ে নিহত হল পান্ডুয়ার আড়াই বছরের একটি শিশু। রবিবার সন্ধ্যায় হুগলির পান্ডুয়ায় তিন্না এলাকার বাসিন্দা ওই শিশুর মৃত্যুতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহত শিশুটির নাম লক্ষ্মী সরকার। লক্ষ্মীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁদের বাড়ির সামনে একটি নতুন আলুর আড়ত তৈরি করা হচ্ছে। তার পিছন দিকে খোলামুখের ৩টি চৌবাচ্চা রয়েছে। যার মধ্যে দু’টিতে জল ছিল। রবিবার বিকেলবেলা পাশের বাড়ির এক মেয়ের সঙ্গে খেলা করছিল লক্ষ্মী। তবে সন্ধ্যা হয়ে গেলেও লক্ষ্মী বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। অবশেষে চৌবাচ্চা থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন তাঁরা। শিশুটির মা প্রতিমা সরকার বলেন, “মা কাজে গিয়েছিল। লক্ষ্মী আমার কাছে ঘরেই ছিল। তার পর পাশের বাড়ির এক দিদির মেয়ে রিয়ার সঙ্গে খেলতে চলে যায়। তবে বিকেল ৫টা বেজে গেলেও লক্ষ্মী বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করি। ও জলে খেলা করতে ভালবাসত। চৌবাচ্চায় জল দেখে হয়তো কোনও ভাবে সেখানে নেমেছিল।”

এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, চৌবাচ্চা থেকে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement