উদ্ধার হওয়া কচ্ছপ। নিজস্ব চিত্র।
হাওড়াগামী দূন এক্সপ্রেস থেকে ফের উদ্ধার হল কচ্ছপ। মঙ্গলবার সকালে ১০০টি কচ্ছপ উদ্ধার করেছে ব্যান্ডেলের জিআরপি। পাচারের অভিযোগ পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে। জানা গিয়েছে, ৩২ বছরের ওই ব্যক্তির নাম বাবুলাল কাঞ্জার। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের অমেঠীতে।
অমেঠীর গাঁধীনগরের বাসিন্দা বাবুলাল দূন এক্সপ্রেসে করে এসে নেমেছিলেন ব্যান্ডেল স্টেশনে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল, এক ব্যক্তি কচ্ছপ নিয়ে আসছেন। সেই মতো ট্রেনের কামরায় তল্লাশি চালায় তারা। পুলিশ দেখতে পায়, ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক ব্যক্তি বস্তা নিয়ে যাচ্ছেন। সেই বস্তাতেই ভরা ছিল ১০০টি কচ্ছপ। তার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া কচ্ছপ নিয়ে যাওয়ার জন্য বন দফতরকে খবর দিয়েছে পুলিশ।
গত ২২ অক্টোবর দূন এক্সপ্রেসে কচ্ছপ পাচার করার সময় দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছিল ব্যান্ডেল জিআরপি। ধরা পড়ে বিরল প্রজাতির ১২৫টি কচ্ছপ। চলতি মাসের ২৩ তারিখে শ্রীরামপুর স্টেশনে দূন এক্সপ্রেস থেকে ৪২টি কচ্ছপ উদ্ধার করে পুলিশ। তখনও এক জনকে গ্রেফতার করা হয়েছিল।