করোনার দৈনিক সংক্রমণ এখনও কমেনি। এই আবহেই প্রায় ২০ মাস পর মঙ্গলবার থেকে ফের খুলছে স্কুলের দরজা। তবে স্কুলে গেলে সন্তানেরা সুরক্ষিত থাকবে তো? চিন্তায় বহু অভিভাবক। এ নিয়ে কী মতামত চিকিৎসকদের?
শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষের মতে, কোভিডের সংক্রমণ বা এতে মৃত্যু সত্ত্বেও স্কুল খোলার সময় হয়েছে। অপূর্ব বলেন, ‘‘আমার মনে হয়, স্কুল খোলার সময় এসেছে। করোনায় মৃত্যুর সংখ্যা হয়তো কখনই শূন্যে নামবে না। তবে করোনার থেকেও অন্যান্য সংক্রমণের কারণে মৃত্যুর সংখ্যা বেশি। তার মধ্যে বাচ্চাদের সংখ্যা প্রায় নগণ্য। সেই কারণেই ওদের স্কুল বন্ধ রাখার কারণ খুঁজে পাচ্ছি না।’’ তাঁর মতে, ‘‘বাচ্চারা মাস্ক পরার বিষয়ে বড়দের থেকে বেশি সচেতন। তা ছাড়া, বাচ্চাদের মধ্যে তেমন সংক্রমণ দেখা যায়নি। আর টিফিনের খাবার শেয়ার করলেই যে বাচ্চাদের মধ্যে করোনা ছড়াবে, তা-ও মনে হয় না।’’
অপূর্বের মতোই অভয় দিয়েছেন আরও এক শিশুরোগ বিশেষজ্ঞ মিহির সরকার। একই সঙ্গে বেশ সতর্ক থাকাও জরুরি বলে মত তাঁর। মিহিরের কথায়, ‘‘অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে কোভিডবিধি মেনে চলার দিকে জোর দিতে হবে। বাচ্চাদের মাস্ক খোলা যাবে না। স্কুলে যাতে সাবান দিয়ে হাত ধোওয়ার ব্যবস্থা থাকে, তা দেখতে হবে। কোনও বাচ্চার জ্বর, সর্দিকাশি হলে অথবা অন্য শারীরিক অসুবিধা থাকলে বাচ্চাদের স্কুলে পাঠাবেন না। স্কুলের ভিতর বাচ্চারা যাতে দূরে দূরে বসে, সে ব্যবস্থা করতে হবে। বাড়ি ফিরে স্নান করা বা জামাকাপড় কেচে নেওয়ার দিকেও খেয়াল রাখা উচিত। যে সব বাচ্চার কো-মর্বিডিটি রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে স্কুলে যাবে। কোভিডবিধি মেনে চললে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা কম।’’