প্রতীকী ছবি।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হবে আগামী ১০ জুন। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানাল পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। ১০ জুন, শুক্রবার বেলা ১১টা থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
উচ্চ শিক্ষা সংসদ জানিয়েছে, চলতি বছর ৮ লক্ষের কিছু বেশি পড়ুয়া এই পরীক্ষা দিয়েছেন। ২৭ এপ্রিল এই পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় এর ফলাফল ঘোষণা করা হবে। আগামী সপ্তাহে শুক্রবার বেলা ১১টা থেকে মার্কশিট-সহ প্রয়োজনীয় শংসাপত্র সংগ্রহ করতে পারবেন প়ড়ুয়ারা। পাশাপাশি, বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষা সংসদের ওয়েবসাইট-সহ এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও নম্বর জানতে পারবেন পড়ুয়ারা।
সংসদের ওয়েবসাইট ছাড়াও বেশ কয়েকটি ওয়েবসাইটে এই পরীক্ষার ফলাফল জানা যাবে। সেগুলি হল—
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।