উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে ১০ জুন, শুক্রবার।
উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে ১০ জুন, শুক্রবার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, শুক্রবার সকাল ১১টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আনুষ্ঠানিক ভাবে তখনই ফল প্রকাশিত হলেও দেখা যাবে না কোথাও। বেলা ১২টা থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন পড়ুয়া ও অভিভাবকেরা। বেলা ১২টা থেকে আনন্দবাজার অনলাইনেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। সে জন্য লাগবে শুধুমাত্র রোল নম্বর।
আগে জানানো হয়েছিল, শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। কিন্তু পরে জানানো হয়, সাড়ে ১১টা নয়, বেলা ১২টা থেকে ফল দেখা যাবে বিভিন্ন ওয়েবসাইটে।
এ বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় এ বার প্রকাশিত হচ্ছে ফলাফল।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।