Higher Secondary Examination 2023

পৌনে ৩ ঘণ্টার আগে খাতা জমা নয়

সংসদ জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রথম দিন পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। অন্যান্য দিন আধঘণ্টা আগে পৌঁছনো যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ০৬:৪৮
Share:

মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল ১০টায়, শেষ বেলা ১টায়। প্রতীকী ছবি।

পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে শৌচাগারেও যাওয়া যাবে না, এমন নিয়ম আগে ছিল, এ বারেও থাকছে। তবে উত্তরপত্র জমা দেওয়ার নিয়মে এ বার কড়াকড়ি করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারা জানিয়েছে, তিন ঘণ্টার পরীক্ষায় পৌনে তিন ঘণ্টার আগে অর্থাৎ ১২টা ৪৫ মিনিটের আগে খাতা জমা দেওয়া যাবে না। শিক্ষা শিবিরের পর্যবেক্ষণ, প্রশ্নপত্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রুখতেই খাতা জমা দেওয়ায় এই কড়াকড়ি। কাল, মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল ১০টায়, শেষ বেলা ১টায়।

Advertisement

সংসদ জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রথম দিন পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। অন্যান্য দিন আধঘণ্টা আগে পৌঁছনো যাবে। পরীক্ষা শুরুর অন্তত দশ মিনিট আগে আসনে বসে পড়তে হবে পরীক্ষার্থীদের। স্কেল, পেনসিল, পেন, ইরেজ়ার, সাধারণ ক্যালকুলেটর সঙ্গে রাখতে পারবে পরীক্ষার্থীরা।

সংসদের নিয়ম, অভিভাবকেরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। সংসদ-সচিব তাপস মুখোপাধ্যায় জানান, কোন স্কুলের পড়ুয়াদের আসন কোন স্কুলে পড়েছে, তার তালিকা রবিবার রাতে সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই তালিকা এক বার মিলিয়ে দেখে নিতে পারে পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন-সহ ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। সে-ক্ষেত্রে সে আর কোনও দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement