সরস্বতী পুজো, হাইকোর্ট বন্ধ শুক্রবারেও

শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি। সরস্বতী পুজো উপলক্ষে শুক্রবারও কলকাতা হাইকোর্ট বন্ধ থাকছে। হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর আইনজীবীদের সংগঠনের দাবি মেনে এ দিন ছুটি মঞ্জুর করেছেন। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সুগত মজুমদার চিঠি মারফত তা জানিয়েও দিয়েছেন আইনজীবীদের সংগঠনকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৭
Share:

শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি। সরস্বতী পুজো উপলক্ষে শুক্রবারও কলকাতা হাইকোর্ট বন্ধ থাকছে। হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর আইনজীবীদের সংগঠনের দাবি মেনে এ দিন ছুটি মঞ্জুর করেছেন। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সুগত মজুমদার চিঠি মারফত তা জানিয়েও দিয়েছেন আইনজীবীদের সংগঠনকে।

Advertisement

সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ও ইন্টিগ্রেটেড ল সোসাইটি গত ৫ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির কাছে সরস্বতী পুজোর পঞ্চমী তিথি মেনে ১২ ফেব্রুয়ারি ছুটির আবেদন জানায়। তাদের যুক্তি ছিল, তিথি অনুয়ায়ী সরস্বতী পুজো শুরু হচ্ছে শুক্রবার। শেষ হচ্ছে শনিবার সকাল ৯টায়। অধিকাংশ আইনজীবী, এমনকী বিচারপতিদের বাড়িতে এই পুজো হয়। কিন্তু শনিবার ওই সময়ের মধ্যে পুজোর কাজ শেষ করা কঠিন। তাই ১২ ফেব্রুয়ারি ছুটি দেওয়া হোক। আইনজীবীদের বক্তব্য ছিল, সরস্বতী পুজো উপলক্ষে বহু বছর ধরে হাইকোর্টে দু’দিন ছুটি থাকে।

আইনজীবী সংগঠনের আবেদন নিয়ে অন্যান্য বিচারপতির সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি। আদালতের খবর, বিচারপতিদের অনেকেই আইনজীবীদের দাবি ন্যায়সঙ্গত বলে জানিয়ে দেন। এর পরেই এ দিন ছুটির কথা জানিয়ে দেন প্রধান বিচারপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement