High Court

Bomb blast Case: মালদহের মসজিদে বোমা ফাটার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট

আইনজীবী রাজদীপ মজুমদার ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) দেওয়ার আর্জি জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২২ ১৬:২৮
Share:

ফাইল ছবি

মালদহের মসজিদে বোমা ফাটার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী ১৫ দিনের মধ্যে ওই ঘটনার রিপোর্ট দিতে হবে রাজ্যকে।

জনস্বার্থ মামলাকারীর আইনজীবী রাজদীপ মজুমদার ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) দেওয়ার আর্জি জানান। আদালত কেন্দ্রীয় সরকার এবং এনআইএ-কে মামলায় ‘পার্টি’ করার নির্দেশ দেয়। মামলাকারীকে মামলার কপি দিতে নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

প্রসঙ্গত, মালদহের একটি মসজিদে বোমা নিয়ে খেলছিল কয়েকজন শিশু। সেই সময় বিস্ফোরণ হয়। ওই ঘটনায় পাঁচ জন শিশু আহত হয়। মামলাকারীর আইনজীবীর দাবি, তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আগামী ১৭ মে এই মামলার পরবর্তী শুনানি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement