কড়া নির্দেশ হাই কোর্টের ফাইল চিত্র।
স্কুলের এক শিক্ষকের বদলি প্রক্রিয়ায় বাধা দেওয়ায় শাস্তি পেতে হল পশ্চিম বর্ধমানের এক হাই স্কুলের প্রধান শিক্ষিকাকে। তাঁকে প্রধান শিক্ষিকার পদ থেকে সরিয়ে দেওয়া হল। সেই সঙ্গে করা হল আর্থিক জরিমানাও।
ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের গাঁধী মেমোরিয়াল স্কুলে। এক শিক্ষক বদলির জন্য আবেদন করেন। কিন্তু নো অবজেকশন দেওয়ার নামে প্রক্রিয়াটি ঝুলিয়ে রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা ছবি দে। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন ওই শিক্ষক। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ছবিকে প্রধান শিক্ষিকার পদ থেকে সরিয়ে দেওয়া হল। এ বার থেকে তিনি সহকারী শিক্ষিকার পদে কাজ করবেন। সেই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সব জেলার ডি আই (ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর)-দের এই নির্দেশের কপি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ভবিষ্যতে যাতে কোনও স্কুলে এই ধরনের সমস্যা না হয় সে দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।