Rain

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, ভারী বৃষ্টি আরও দু’দিন

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ০৮:৫৮
Share:

জলমগ্ন উত্তর কলকাতা।

দু’দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। রবিবার রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বেশ কিছু অংশে। সোমবার তো বটেই, মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুরের আবহাওয়া দফতর।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা একটানা সক্রিয় থাকার কারণেই মহানগর-সহ রাজ্যের বিস্তীর্ণ অংশে প্রবল বর্ষণ অব্যাহত। টানা বৃষ্টির ফলে রবিবার গভীর রাতে কলকাতার বৈঠকখানা বাজারের কাছে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। মৃত্যু হয় এক ব্যক্তির। আরও কয়েকজন আটকে রয়েছে বলে আশঙ্কা।

সারা রাত ধরে চলা বৃষ্টিতে জল জমেছে কলকাতার একাধিক এলাকায়। বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতার বেশ কিছু অংশে জল জমায় সমস্যার মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন হয়ে পড়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, মহাত্মা গাঁধী রোড, ট্রান্সপোর্ট রোড, খিদিরপুর ফ্যান্সি মার্কেট এলাকা, সত্য ডাক্তার রোড। জল জমেছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজের কাছে পঞ্চাননতলা, সাদার্ন পার্ক রোড, বেহালার বেচারাম চ্যাটার্জি রোড, বেহালা চৌরাস্তা, সায়েন্স সিটির কাছে মিলন মেলা ময়দান-সহ বেশ কিছু এলাকায়।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ই এম বাইপাসেও মারাত্মক যানজট তৈরি হওয়ায় দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। জল জমেছে হাওড়ার রামরাজাতলা, সালকিয়া, টিকিয়াপাড়া ও বেলগাছিয়া এলাকাতেও। দমদম, পাতিপুকুর ও কাঁকুড়গাছি আন্ডারপাসেও জল জমে গিয়েছে টানা দু’দিনের বৃষ্টিতে।

আরও পড়ুন: মেডিক্যাল নিয়ে বিবৃতি শঙ্খের, সরকার অনড়ই

বৃষ্টির সঙ্গে প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইছে। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের সর্বত্র ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: অস্বাস্থ্যকর হস্টেলেই হবু ডাক্তারদের স্বাস্থ্যের পাঠ​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement