WBSSC Counseling

উচ্চ প্রাথমিক নিয়োগ: বাংলা এবং ইংরেজি বিষয়ে কাউন্সেলিংয়ে অনুপস্থিতির হার ২২ শতাংশের বেশি

বাংলা এবং ইংরেজি বিষয়ে কাউন্সেলিং সম্পন্ন হল শনিবার। আর শতাংশের নিরিখে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানের গড় দাঁড়াল ২২.৭৪ শতাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২২:০৫
Share:

সংগৃহীত চিত্র।

উচ্চ প্রাথমিকের বাংলা মাধ্যম স্কুলগুলির তৃতীয় দিনের কাউন্সেলিংয়ে চাকরির সুপারিশপত্র পেলেন ৪১৮ জন। শনিবার কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল ৫৭৩ জনকে। তার মধ্যে অনুপস্থিত ছিলেন ১৫৫ জন। তাঁদের মধ্যে আবার বেশ কয়েক জন কাউন্সেলিংয়ে এসেও সুপারিশপত্র গ্রহণ করেননি বলে কমিশন সূত্রে খবর।

Advertisement

বাংলা এবং ইংরেজি বিষয়ে কাউন্সেলিং সম্পন্ন হল শনিবার। আর শতাংশের নিরিখে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানের গড় দাঁড়াল ২২.৭৪ শতাংশ।

শনিবার বাংলার জন্য ২১৬ জনকে এবং ইংরেজির জন্য ২৫৭ জনকে ডাকা হয়। বাংলায় অনুপস্থিতি এবং প্রত্যাখ্যানের সংখ্যা ৬৫। আর ইংরেজিতে সেই সংখ্যা ৯০।

Advertisement

গত তিন দিনে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে মোট ১,৯৮৭ জন চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র গ্রহণের জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে প্রথম দিন অনুপস্থিত ও প্রত্যাখ্যানের সংখ্যা ছিল ১৪৪। দ্বিতীয় ও তৃতীয় দিন সেই সংখ্যা দাঁড়ায় ১৫৩ এবং ১৫৫। সব মিলিয়ে তিন দিনে ৪৫২ জন উচ্চ প্রাথমিকের চাকরি ফেরালেন।

উল্লেখ্য, বাংলায় ৯১৬ জন প্রার্থীর মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানের সংখ্যা ২০৬ জন। আর ইংরেজির ক্ষেত্রে ১০৭১ জন প্রার্থীর মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানের সংখ্যা ২৪৬ জন।

এই পর্বে ২৭ নভেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সেলিং। পুজোর আগে প্রথম পর্বের তালিকায় ৮,৭৪৯ জনের নাম প্রকাশ করা হয়েছিল। তাঁদের মধ্যে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল ৬৫৮ জনকে। যার মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪৭ জন এবং কাউন্সেলিংয়ে এসেও সুপারিশপত্র নেননি দু’জন। উপস্থিত ছিলেন মোট ৫০৯ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement