বৃষ্টি থেমে গিয়েছে। পড়ে রয়েছে শিল। —নিজস্ব চিত্র।
শিলাবৃষ্টিতে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা খানিক স্বস্তি পেলেও গরমে নাস্তানাবুদ হল অন্যান্য জেলা।
আলিপুর আবহাওয়া সূত্রে খবর, সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। দুপুরের পর ঝোড়ো হাওয়াও বইতে শুরু করেছিল মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। শনিবার বিকেল ৪টে নাগাদ মুর্শিদাবাদের লালগোলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টিও। টানা আধ ঘণ্টা ধরে চলতে থাকে শিলাবৃষ্টি। শিলের আকারও বেশ বড় ছিল। তবে লালগোলা ছাড়া মুর্শিদাবাদের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের খবর নেই। কিন্তু বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা অনেকটাই কমেছে। শিলাবৃষ্টির জেরে আম ও লিচুর বিপুল ক্ষতি হবে বলে উদ্বেগপ্রকাশ করেছেন ফল ব্যবসায়ীরা।
আরও পড়ুন: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, জখম ৯
আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রচণ্ড গরমের জেরে মুর্শিদাবাদের আকাশে নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়। যার জেরেই বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ছুটে আসে। সে কারণেই এই বৃষ্টি। তবে মুর্শিদাবাদ ছাড়া রাজ্যের অন্যান্য জেলাতে বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।