সবং কাণ্ড

আজ সৌমেনের জামিনের শুনানি

মেদিনীপুরের জেলা ও দায়রা আদালতে সবং মামলায় ধৃত সৌমেন গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হল না বুধবার। আজ, বৃহস্পতিবার ওই শুনানি হবে। সৌমেন সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০১:০৯
Share:

মেদিনীপুরের জেলা ও দায়রা আদালতে সবং মামলায় ধৃত সৌমেন গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হল না বুধবার। আজ, বৃহস্পতিবার ওই শুনানি হবে। সৌমেন সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক।

Advertisement

সৌমেনের অভিযোগের ভিত্তিতেই কৃষ্ণপ্রসাদ জানা খুনের মামলাটি শুরু হয়। পরে অবশ্য তদন্তে নেমে সৌমেনকে গ্রেফতার করে পুলিশ। চার্জশিটেও তাঁর নাম রয়েছে। গত ৭ অগস্ট সবং কলেজ চত্বরে সিপি কর্মী কৃষ্ণপ্রসাদ জানাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই মামলায় ৭ জন গ্রেফতার হন। ৪ জন ছাত্র পরিষদের (সিপি)। ৩ জন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি)।

ঘটনার ৪১ দিনের মাথায় গত ১৭ সেপ্টেম্বর মেদিনীপুর সিজেএম আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। চার্জশিটে যে ২১ জনের নাম রয়েছে, তারমধ্যে ১৯ জনই সিপি- র। ২ জন টিএমসিপি- র। সিপি- র ১৮ জনের বিরুদ্ধে রয়েছে খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারা। ধৃত টিএমসিপি কর্মীদের মধ্যে অসীম মাইতির নাম চার্জশিটে নেই। অন্য দু’জনের বিরুদ্ধে মারধর সহ যে ধারাগুলো দেওয়া হয়েছে, তা জামিন যোগ্য।

Advertisement

এ দিন সৌমেনের পাশাপাশি ধৃত সিপি কর্মী সুদীপ পাত্রেরও জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল।

মেদিনীপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক ইন্দ্রনীল অধিকারীর এজলাসে অবশ্য এ দিন সবং মামলার শুনানি হয়নি। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার মেদিনীপুরের জেলা ও দায়রা আদালতে সিপি কর্মী অনুপম আদকের জামিনের আবেদন জানানো হতে পারে।

অন্য দিকে, বৃহস্পতিবার টিএমসিপি কর্মী অসীম মাইতিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement