Andhra Pradesh

প্রার্থনায় যোগ দিতে দেরি! ‘শিক্ষা’ দিতে আবাসিক স্কুলের ১৮ জন ছাত্রীর চুল কাটলেন শিক্ষিকা

স্কুল সূত্রে খবর, ছাত্রী আবাসে জল কম থাকায় তাদের স্নান সেরে প্রার্থনাসভায় যোগ দিতে দেরি হয়েছিল। সে কারণেই ওই ছাত্রীদের চুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৫:৪৬
Share:

অন্ধ্রের আবাসিক স্কুলের ১৮ জন ছাত্রীর চুল কেটে নেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

সকালে প্রার্থনায় যোগ দিতে দেরি করেছিল ১৮ ছাত্রী! সে জন্য তাদের চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামরাজু জেলার ঘটনা। সাই প্রসন্ন নামে ওই শিক্ষিকার কাছে এ হেন পদেক্ষেপের কারণ জানতে চেয়েছেন স্কুল কর্তৃপক্ষ। তিনি দাবি করেছেন, ছাত্রীদের নিয়মশৃঙ্খলার পাঠ দিতেই চুল কেটে দিয়েছেন।

Advertisement

অন্ধ্রপ্রদেশের যে স্কুলে এই কাণ্ড হয়েছে, সেটি আবাসিক। স্কুলটির নাম কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। সেই আবাসিক স্কুলে ছাত্রীদের নিরাপত্তা, সুরক্ষার দায়িত্বে রয়েছেন প্রসন্ন। অভিযোগ, তিনি ১৮ ছাত্রীর চুল কেটে দিয়েছেন। স্কুল সূত্রে খবর, ছাত্রী আবাসে জল কম থাকায় তাদের স্নান সেরে প্রার্থনাসভায় যোগ দিতে দেরি হয়েছিল। সে কারণেই ওই ছাত্রীদের চুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। চার ছাত্রীকে মারধর করার অভিযোগও উঠেছে প্রসন্নের বিরুদ্ধে। ছাত্রীদের দাবি, কয়েক জনকে রোদে দাঁড় করিয়ে রেখেছিলেন তিনি। এই ঘটনার কথা যাতে কেউ জানতে না পারে, তাই তাদের হুমকিও দিয়েছিলেন প্রসন্ন।

ছাত্রীরা গোটা বিষয়টি তাদের অভিভাবকদের বলে। তার পরেই অভিভাবকেরা বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনেন। কর্তৃপক্ষ প্রসন্নকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement