Accident

আহত স্বাস্থ্য আধিকারিক

ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য সড়কে মোটরবাইক দুর্ঘটনায় জখম হন ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটির অ্যাস্টিস্ট্যান্ট সুপার গৌরব ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম ও ঘাটাল শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ০২:৫৩
Share:

প্রতীকী ছবি।

মোটরবাইক দুর্ঘটনায় আহত হলেন ঝাড়গ্রাম জেলার এক স্বাস্থ্য আধিকারিক। তাঁকে দ্রুত কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে বুধবার ঝাড়গ্রাম শহরের কিছুটা পথ গ্রিন করিডর করল পুলিশ।

Advertisement

এ দিন দুপুরে বিনপুরের বাঘাশোল এলাকায় ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য সড়কে মোটরবাইক দুর্ঘটনায় জখম হন ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটির অ্যাস্টিস্ট্যান্ট সুপার গৌরব ভট্টাচার্য। দুপুর পৌনে ১টা নাগাদ বাইক চালিয়ে বিনপুরের দিক থেকে ঝাড়গ্রামে ফিরছিলেন ঘাটালের দাসপুরের বাসিন্দা বছর তেত্রিশের গৌরব। রথবেড়ার কাছে বাঘাশোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নিম গাছে ধাক্কা মারে গৌরবের মোটরবাইক। গৌরবের মুখে ও মাথায় আঘাত লাগে। রক্তক্ষরণ হতে থাকে। বিনপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটিতে নিয়ে যায়। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে প্রাথমিক চিকিৎসার পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার এসএসকেএম-এর ট্রমা কেয়ার-এ রেফার করা হয়। পরিজনেরা অবশ্য কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। জেলা পুলিশ সিদ্ধান্ত নেয়, যত দ্রুত সম্ভব কলকাতার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে পৌঁছে দিতে জেলার কিছুটা অংশ গ্রিন করিডর করা হবে। চিকিৎসক-টেকনিশিয়ান-সহ পুলিশের ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্সে গৌরবকে নিয়ে যাওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement