নয়াগড়ের জঙ্গলে শাবক মুখে নিয়ে কালো চিতাবাঘ। ছবি: সংগৃহীত।
ওড়িশার নয়াগড়ের জঙ্গলে দেখা মিলল বিরল কালো চিতাবাঘের। শুক্রবার চিতাবাঘটিকে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। শাবককে সঙ্গে নিয়ে যাচ্ছিল সেটি। বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। কালো রঙের চিতাবাঘের হদিস মেলায় উচ্ছ্বসিত বন দফতর।
প্রধান মুখ্য বনপাল প্রেম কুমার ঝা (বন্যপ্রাণ) কালো চিতাবাঘটির ছবি সমাজমাধ্যমে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘বিরল কালো চিতাবাঘের দেখা মিলেছে নয়াগড়ের জঙ্গলে। সেটির গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে।’’ অল ওড়িশা লেপার্ড এস্টিমেশন ২০২৪-এর তথ্য বলছে, রাজ্যের তিনটি জঙ্গলে এই ধরনের চিতাবাঘ আছে।
এই প্রথম নয়, গত বছরে এ রকমই একটি কালো চিতাবাঘের দেখা মিলেছিল সুন্দরগড় জেলার হেমগিরি অরণ্যে। ২০১৮ সালে প্রথম ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল ওই চিতাবাঘের ছবি। খুব লাজুক প্রকৃতির হয় এই চিতাবাঘ। এরা সহজে ধরা দেয় না। বন দফতর জানিয়েছে, কালো চিতাবাঘগুলির সুরক্ষার জন্য এবং তাদের পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে।
কালো চিতাবাঘের দেখা পাওয়া খুবই দুষ্কর। ২০২৩ সালে বাঘশুমারির সময় দু’টি ভিন্ন জায়গায় দু’টি কালো চিতাবাঘের হদিস পেয়েছিল রাজ্য সরকার। গত বছর বন দফতরের সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ৬৯৬টি চিতাবাঘ রয়েছে।