বুদ্ধদেব ভট্টাচার্য ফাইল চিত্র।
শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। হাসপাতালের তরফে জানানো হয়েছে, চেতনা রয়েছে তাঁর। সজাগ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কথাও বলছেন তিনি। স্বাভাবিক ভাবেই খাবার খাচ্ছেন। তবে এখনও মাঝে মধ্যে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে বুদ্ধদেবকে।
হাসপাতাল জানিয়েছে, এই মুহূর্তে প্রতি মিনিটে ৩ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে বুদ্ধদেবকে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ। রক্তচাপও নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানানো হয়েছে। এই মুহূর্তে তাঁর হৃদ্স্পন্দন প্রতি মিনিটে ৬০। প্রস্রাবও স্বাভাবিক হয়েছে। তাঁর রক্তে গ্লুকোজের মাত্রাও স্বাভাবিক। হৃদস্পন্দন এবং রক্তচাপ স্বাভাবিক হলেও এখনও মাঝে মধ্যে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে তাঁকে।
হাসপাতাল জানিয়েছে, স্বাভাবিক ভাবেই খাওয়াদাওয়া করছেন বুদ্ধদেব। অর্থাৎ নল দিয়ে খাওয়াতে হচ্ছে না তাঁকে। যদিও অল্প শুকনো কাশি রয়েছে তাঁর। ফলে রবিবার তাঁর বুকের এক্স-রে হবে বলেই জানিয়েছে হাসপাতাল।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বুদ্ধদেবের প্রতি মুহূর্তের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন তাঁরা এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ করা হচ্ছে।